বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | দিনে শিক্ষক-রাতে খাবার ডেলিভারি বয়, শিক্ষকের কঠিন জীবনসংগ্রাম চোখে জল আনবে

RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: দিনে এক, রাতে আরেক। সকালে শিক্ষকতা এবং রাতে খাবার ডেলিভারি! এভাবেই দিন যাপন বিহারের এক স্কুল শিক্ষকের। সরকারি চাকরি করেও কেন খাবার ডেলিভারির মত কাজের প্রয়োজন পড়ছে ওই শিক্ষকের? অনেকের মতে, এ হেন ঘটনা সে রাজ্যে শিক্ষকদের করুণ অবস্থাতাই তুলে ধরে। 

শিক্ষক অমিত কুমার। তাঁর কঠিন জীবনসংগ্রামের কথা নেট দুনিয়ায় ভাইরাল। সকালে বাচ্চাদের পড়িয়ে রাতে খাবার ডেলিভারি করে একটি বহুজাতিক সংস্থার হয়ে। তাও স্ত্রীর পরামর্শে। সংসার চালাতে খাবার ডেলিভারি বয়ের পেশাই বেছে নিয়েছেন অমিত। 

বিহারের একটি সরকারি স্কুলে অমিত কুমার পার্শ্ব শিক্ষক হিসাবে কর্মরত। বেতন মাসে মাত্র ৮ হাজার টাকা। এই অগ্নিমূল্যের বাজারে ওই অল্প টাকায় সংসার চালানো দায়। তাই সংসার চালাতে ডেলিভারি বয়ের পেশাই ভরসা এই শিক্ষকের। 

২০১৯ সালে, অমিত সরকারি চাকরির পরীক্ষা দেন। ১০০-র মধ্যে পান ৭৪ নম্বর। দীর্ঘ অপেক্ষা, করোনা অতমারীর পর ২০২২ সালে বিহারের ভাগলপুরের কুমার পরিবারে খুশির খবর আসে। পরিবারের বড় ছেলে অমিত কুমার পায় সরকারি চাকরি। অমিতের কথায়, "আড়াই বছর পেরিয়ে গেলেও বেতনের টাকা বাড়েনি।  স্কুলের অন্যান্য শিক্ষকরা বেতন পাচ্ছেন ৪২,০০০ টাকা, সেখানে আমি পাই মাত্র ৮ হাজার টাকা। কাজের কোনও কমতি নেই। অথচ তাঁরা আমার তুলনায় পাঁচ গুণ বেশি বেতন পান। এই অবস্থায় সংসার চালাতে বহুজাতিক খাবার সরবারকারী সংস্থার ডেলিভারি বয়ের কাজকেই বেছে নিয়েছি।"

অমিতের দাবি, চলতি বছরের শুরুতে অমিত এবং অন্যান্য পার্শ্ব শিক্ষকরা চার মাস বেতন পাননি। ফলে সংসার চালাতে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। কিন্তু ঋণের টাকায় আর কতদিন চলা যায়। শেষপর্যন্ত তাই স্ত্রীর পরামর্শে, খাবার সরবারহ কর্মী হিসাবে ওই বহুজাতিক সংস্থায় যোগ দেন।

অমি কুমার বলেছেন, 'আমি যে টাকা মাইনে পাই তাতে আমি সংসার চালাতে পারছি না। আমি যদি নিজে না খেতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মকে কী করে খাওয়াবো? আমাকে আমার বৃদ্ধ মায়ের দেখভাল করতে হয়। তাই আমি দু'টি কাজ করতে বাধ্য হচ্ছি।'

এ খবর জানাজানি হতেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। একজন অভিভাবক প্রশ্ন, "শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড, তাঁদের কেন পরিবারের ভরণপোষণের জন্য সংগ্রাম করতে হবে?" শিক্ষকদের এই অবস্থা হলে ছাত্রদেরও হাল খারাপ হবে। অনেকের মতে, শিক্ষকরা অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন। ফলে পড়াশুনোও ভালো হয় না। এই অবস্থা বিহারের শিক্ষাক্ষেত্রে অপর্যাপ্ত শিক্ষক ও তাঁদের দুরাবস্থার কথাই প্রমাণ করে।  

 

 

 


#Bihar#Teacher



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বিনিয়োগ করলেই হবেন লাখপতি, কোন প্রকল্প নিয়ে এল এসবিআই...

‘আদতে কংগ্রেসই আম্বেদকর বিরোধী’, তীব্র চর্চার মাঝেই বিস্ফোরক মন্তব্য মানিক সাহার  ...

সাতসকালে কাজ করছে না আইআরসিটিসি! তৎকাল টিকিট কাটতে নাজেহাল অবস্থা যাত্রীদের ...

দূরত্বের হিসেবে ভাড়া চায় না অ্যাপ ক্যাবগুলি? নির্ভর করে অ্যান্ড্রয়েড-আইফোনে! বড় সত্যি এল সামনে ...

নতুন বছরে বড় বদল জিএসটি-ভিসা-মোবাইল রিচার্জে, তরতরিয়ে বাড়বে খরচ? চোখ বুলিয়ে নিন এখনই...

পুরোনো রাগের জের, ভরা বাজারে বোনের সামনে পরপর কোপ দাদাকে, রক্তারক্তি কাণ্ড...

'গন্তব্যে পৌঁছে দেব', লিফটের টোপ দিয়েই ডাকাতি-ছিনতাই, দেড় বছরে ১১জনকে খুন করেছে যুবক...

চালক নিয়ন্ত্রণ হারাতেই নৈনিতালে গাড়ি পড়ল খাদে, ছুটির দিন বদলে গেল শেষ দিনে...

তাঁর জন্যই এতবড় সিদ্ধান্ত, শেষে স্বামীর স্বেচ্ছাবসরের দিনই মৃত্যু স্ত্রীর...

ছয়বার বিয়ে, প্রতিবারই স্বামীর গয়না-নগদ হাতিয়ে উধাও মহিলা! সপ্তমবারে ধরা পড়তেই কুকীর্তি ফাঁস ...

আজব কাণ্ড, মাতৃত্বকালীন ছুটি পেলেন সরকারি স্কুলের এক শিক্ষক! ...

দিল্লির সেনা এলাকা থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের...

৩০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক পরিণতি জওয়ানদের...

পুরু বরফের চাদরে ঢাকল হিমাচল প্রদেশ, মৃত ৪, ভারী তুষারপাতে বন্ধ ৩৫০ রাস্তা...

ধর্ষিতা-অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে, যুগান্তকারী নির্দেশ দিল্লি হাইকোর্টের ...



সোশ্যাল মিডিয়া



12 24